৬ মাসের জন্য মহাকাশ স্টেশনে ৩ নভোচারী পাঠাচ্ছে চীন

  25-04-2024 08:54PM

পিএনএস ডেস্ক:চীন বৃহস্পতিবার মহাকাশ স্টেশনে ছয় মাসের জন্য তিনজন নভোচারী পাঠিয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে প্রদক্ষিণ করা ‘তিয়ানগং’ মহাকাশযানে চীনা নভোচারীরা নিয়মিত আবর্তন করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মহাকাশযান শেনঝু-১৮ বা এর তিন যাত্রী রাত ৮টা ৫৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে চড়ে রওনা হয়।

ছয় মাসের এই মিশনের নেতৃত্ব দেবেন ৪৩ বছর বয়সী ইয়ে গুয়াংফু যিনি সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে চীনের দ্বিতীয় ক্রু মিশনে তিয়ানগং বা চীনা ভাষায় ‘স্বর্গীয় প্রাসাদ’ এ গিয়েছিলেন। এবার তার সঙ্গে আছেন ৩৪ বছর বয়সী লি কং এবং ৩৬ বছর বয়সী লি গুয়াংসু। তারা তিনজনই বিমান বাহিনীর সাবেক পাইলট।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন