একসঙ্গে ৪ বার টিকা দেওয়ার অভিযোগ

  28-09-2021 04:58PM

পিএনএস ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের বল্লী মাধ্যমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে গৌতম রায় নামে এক ব্যক্তিকে একসঙ্গে চার বার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নাজমুন নাহার এই টিকা দিয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চার বার টিকা গ্রহণকারী গৌতম কুমার রায় বল্লী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভজহরি রায়ের ছেলে।

গৌতম রায় বলেন, আমি ভালো বুঝি না। পর পর চার বার আমাকে টিকা দিয়েছেন স্বাস্থ্য সহকারী। আমি ভেবেছি পুরো বোতল আমাকে দেবেন। এরপর আমাকে সিভিল সার্জন স্যার ডেকেছিলেন সেখানেও একই কথা বলে এসেছি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, গৌতম রায়কে আমি ডেকে পাঠিয়েছিলাম। তার শরীরে টিকা পুশ করার তিনটা দাগ আমি দেখতে পেয়েছি। তবে এ ঘটনায় তদন্ত করে জানা গেছে, তাকে একবারই টিকা দেওয়া হয়েছে। এলার্জিজনিত কারণে তার হাত ফুলে গেছে বলে তদন্ত করে আমাকে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন