বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

  22-10-2021 03:01PM


পিএনএস ডেস্ক : বরিশালে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’-এই শ্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সার্কিট হাউস চত্বরে আজ শুক্রবার সকাল ১১টায় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।

পরে দিবসটি উপলক্ষে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ, বিআরটিএ’র উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, বিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) শেখ মো. সেলিম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহামেদ খান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বিআরটিএ’র সহকারি পরিচালক মো. আতিকুল আলম এবং বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। এছাড়াও বাস মালিক-শ্রমিক সমিতি সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়কে দ্রুত গতির জন্য বেশীরভাগ দুর্ঘটনা ঘটে। নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হলে অবশ্যই গাড়ির গতি সীমা নিয়ন্ত্রণে রাখতে হবে। বিআরটিএ’র সড়ক আইন বাস্তবায়ন জরুরি এবং ট্রাফিক আইন অবশ্যই মানতে হবে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন