ঘুষ না দেওয়ায় পিয়নের হাতে লাঞ্ছিত চেয়ারম্যান প্রার্থী

  08-12-2021 09:20PM

পিএনএস ডেস্ক: ঘুষ না দেওয়ায় নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়ের এক নারী অফিস সহায়কের (পিয়ন) হাতে লাঞ্ছিত ও আশোভন আচরণের শিকার হয়েছেন বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলী। বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেছেন চেয়ারম্যানপ্রার্থী।

প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী তার কয়েকজন সমর্থককে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এসময় উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) জমেলা বেগম তার হাত থেকে মনোনয়নপত্র নিয়ে দুই হাজার টাকা দাবি করেন। তিনি টাকা না দিয়ে বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানাতে গেলে জমেলা বেগম সেখানে প্রবেশ করে চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের ধাক্কা দেন। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালামের সামনেই জুতা খুলে মারতে উদ্যত হন।

এ বিষয়ে ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলী বলেন, গত ৫ ডিসেম্বর মনোনয়নপত্র তোলার দিন পিয়ন জবেদা বেগম আমার কাছে উৎকোচ দাবি করেন। ওইদিন আমি তাকে বুঝিয়ে মনোনয়নপত্র তুলে নিয়ে আসি। আজ মনোনয়ন জমা দিতে গেলে পুনরায় দুই হাজার টাকা দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানালে তিনি নির্বাচন কর্মকর্তার সামনেই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। জুতা খুলে মারতে উদ্যত হন। বিষয়টি খুবই দুঃখজনক ও লজ্জাজনক। আমি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।

জানতে চাইলে নারী অফিস সহায়ক জবেদা বেগম বলেন, ‘চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে আসা লোকজন আমার পিঠে হাত দিয়েছিল। আমি সেটার প্রতিবাদ করেছি মাত্র।’

নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজন ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং তার কর্মী-সমর্থকের সঙ্গে একজন নারী অফিস সহায়ক যে অশোভন আচরণ করেছেন তা কাম্য নয়। আমি নিজেই হতবাক হয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

পিএনএস/আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন