মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন

  15-01-2022 05:14PM

পিএনএস ডেস্ক: রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের একটি গ্রামে এক নারী ও তার মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

গত ১২ জানুয়ারির এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুক্রবার। এরপর বিষয়টি জানাজানি হয়।

নির্যাতনের পরিপ্রেক্ষিতে পীরগাছা থানায় বৃহস্পতিবার ১৭ জনের নামে মামলা হয়েছে, তবে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নির্যাতনের শিকার নারীর স্বামী জানান, গত বুধবার সকালে প্রতিবেশী জিয়ারুল ইসলাম ও তার লোকজন তাদের (শাজাহান) জমি দখল করে গাছ কাটতে শুরু করে। তারা তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জিয়ারুল ও তার লোকজন তার স্ত্রী ও মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়।

তিনি আরও জানান, নির্যাতনের সময় গ্রামের লোকজন ৯৯৯ নম্বরে কল করলে পীরগাছা থানা থেকে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। তাদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার নারী বলেন, ‘আমাকে যখন গাছোত বান্দে, তখন অনুরোধ করছি। মানে নাই; খুব মারছে। ব্যথায় উঠপের (উঠতে) পাইনে। আমি ওমার (ওদের) বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, ‘বুধবার এ ঘটনা ঘটেছে। শুনছি শুক্রবার সকাল থোকি ভিটিওটা (ভিডিও) সবার মোবাইলে মোবাইলে। ঘটনাটি দুঃখজনক। আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ঘটনায় অভিযুক্ত জিয়ারুলকে ফোন করেও পাওয়া যায়নি। তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পীরগাছা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর মিয়া বলেন, ‘এ ঘটনায় একটি এজাহার হয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি; তদন্ত হচ্ছে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন