১২ ঘন্টা ধরে চরে আটকা যাত্রীবাহী লঞ্চ

  14-08-2022 07:01PM

পিএনএস ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর চরে ১২ ঘন্টা ধরে আটকে রয়েছে যাত্রী বোঝাই লঞ্চ এম ভি পূবালী। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে যাত্রীরা জেলেদের নৌকা ও অভ্যন্তরিন রুটে চলাচল করা ছোট লঞ্চ যোগে ঝুঁকি নিয়ে নদী পাড় হন। আজ রোববার ভোর ৪টার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর চরে লঞ্চটি আটকে যায়।

লঞ্চের যাত্রীরা জানান, ‌‘গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা সদর ঘাট থেকে প্রায় চারশতাধিক যাত্রী নিয়ে এম ভি পূবালী লঞ্চটি বাউফল উপজেলার কালাইয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর ৪টার দিকে লঞ্চটি তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টের মমিনপুর চরে আটকে যায়। এ সময় অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় থাকলেও ভোর হতে না হতেই যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

শ্যামল কর্মকার নামে এক যাত্রী বলেন, নদী ভরা পানি তার মধ্যেও লঞ্চটি চরে আটকে গেছে। লঞ্চ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই যাত্রী বোঝাই লঞ্চটি চরে উঠিয়ে দেয়।

অভিযোগ অস্বীকার করে এম,ভি পূবালী লঞ্চের সারেঙ মো. শাহজাহান মিয়া বলেন, ‘তেঁতুলিয়া নদীতে অসংখ্য ডুবোচরের কারণে লঞ্চটি আটকে গেছে। আমরা দায়িত্ব নিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।’

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন