পাহাড় ধসে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক

  05-10-2022 01:29PM


পিএনএস ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আক্তার। তিনি বলেন, মঙ্গলবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত সড়ক থেকে মাটি অপসারণের কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, এ ঘটনায় সাজেকে প্রায় কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন