৪৬ বছর বয়সে এসএসসি পাস করলেন আওয়ামী লীগ নেত্রী

  29-11-2022 02:30PM



পিএনএস ডেস্ক: শিক্ষার কোনও বয়স নেই, অদম্য ইচ্ছাশক্তি আর মনোবলই পারে সকল কৃতিত্ব অর্জন করতে। এবার তা প্রমাণ করলেন নাটোরের সিংড়া পৌরসভার নারী কাউন্সিলর ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়তুন বেগম (৪৬)। তিনি এ বছর কারিগরি বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সোমবার এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর নারী কাউন্সিল সদস্য জয়তন বেগম পাস করার বিষয়টি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। তিনি লিখেন, “আমি এসএসসি পরীক্ষায় (জিপিএ ৪.৬১) পেয়েছি। মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এসময় তাকে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জয়তুন বেগম সিংড়া পৌর এলাকার বাসস্ট্যান্ড মহল্লার বাসিন্দা। তিনি সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর এবং সিংড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।

কাউন্সিলর জয়তুন বেগম বলেন, শিক্ষার কোনও বয়স নেই। আমি এই বয়সে আবার পড়াশোনা শুরু করেছি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪.৬১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি অনেক আনন্দিত। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। সমাজের মানুষের সেবা করতে চাই।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন