খুলনায় হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

  08-12-2022 12:36AM

পিএনএস ডেস্ক: খুলনা মহানগরীর বড় বাজারের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজ করছে ৪টি ইউনিট।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ক্লে রোডে অবস্থিত ওই মার্কেটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, খবর পেয়ে খুলনার বিভিন্ন স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইউনিটগুলোর নেতৃত্বে আছেন খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন। তিনি জানান, একটি কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন