পিএনএস ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ মো. দেলোয়ার হোসেন রাজু (২৮) নামের বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দেলোয়ার বেগমগঞ্জের মিয়াপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে আগেরও দুটি মামলা আছে।
শনিবার রাতে উপজেলার কেন্দুরবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গোপন খবরে রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে দিনগত রাত দেড়টায় কলার বাগান থেকে একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পিএনএস/আনোয়ার
অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার
29-01-2023 03:52PM
