সিলেট বিমানবন্দরে ফাটল বাংলাদেশ বিমানের চাকা, রানওয়ে বন্ধ

  03-02-2023 05:14PM

পিএনএস ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে রানওয়ে অচল হয়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি বলে জা‌নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ। তিনি বলেন, চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বি‌ঘ্নিত হয়েছে। ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভা‌বিক করার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে, বেলা সাড়ে ৩টার মধ্যে চাকা বদল করে ফ্লাইট‌টি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রানওয়ে বন্ধ থাকায় ইংল্যান্ডের ম‌্যানচেস্টার থেকে সকালে আসা ফ্লাইট‌টি ফিরে যেতে পারে‌নি। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট‌টি সরিয়ে নেওয়া হলে সে‌টি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের না‌মিয়ে চাকা প‌রিবর্তনের কাজ করা হচ্ছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন