পিএনএস ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত তিনটায় পশ্চিম মোহরার দেওয়ান মহসিন রোডের সোলেমান কলোনি থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন বেতাগী মির্জাগীল গ্রামের মানিকের বাড়ির আবছারের ছেলে মো. মানিক (২৩), চন্দ্রঘোনা খন্দকার পাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে বেলাল হোসেন ও ভোলা জেলার লালমোহন থানাধীন ফুলবাগিচা গ্রামের দেওয়ান কান্তি ৬ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে মো. মাঈনুদ্দিন (২২)।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ, একটি টিপ ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পশ্চিম মোহরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি জানান, দুই মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পিএনএস/এএ
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩
18-03-2023 02:25AM
