বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর জন্ম: ক্যাপ্টেন তাজ

  18-03-2023 02:21PM



পিএনএস ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম বলেছেন, বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর জন্ম। তারই অপূরণীয় স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ গণমানুষের সরকার। দেশের জনগণ আওয়ামী লীগের কাছেই দেশকে নিরাপদ মনে করেন।

বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শেখ মুজিব ছোট বেলা থেকেই আদর্শ সংগঠক ছিলেন। বাংলার মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। স্কুলে পড়া কালীন সময়ে শিশুদের বই-পত্র ও নিজের জামাকাপড় দিয়ই প্রমাণ করেছিলেন তিনি বঙ্গবন্ধু হবেন। দাদা-দাদি ছোটবেলাই উপলব্ধি করেছিলেন। স্কুলে বিভিন্ন সময় গরিব ছাত্রদের নিজের খাবার বিলিয়ে দিতেন। স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ ও পরিদর্শকের কাছে জোর দাবি করতেন। বঙ্গবন্ধু কেবল স্বাধীনতাই এনে দেননি। তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা ও স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহীদুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক সৈয়দ আঃ আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সভাপতি হিমেল সরকার, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন