পিএনএস ডেস্ক : মাগুরার শালিখা উপজেলায় ট্রাকচাপায় শাহাবুর রহমান এবং শাকিব আহমেদ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার আড়পাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদের ছলে এবং শাকিব একই গ্রামের শামিমুর রহমানের ছেলে। শাহাবুর রহমান পেশায় দন্ত চিকিৎসক ছিলেন।
শালিখা থানার ওসি মোশারফ হোসেন জানান, রাতে শাহাবুর রহমান ও শাকিব আহমেদ আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে শালিখা সড়ক দিয়ে জুনারী গ্রামে ফিরছিলেন। পথে আড়পাড়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
তিনি আরো জানান, লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিএনএস/এএ
মাগুরায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
24-03-2023 01:36AM
