পিএনএস ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা চলছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টা পর্যন্ত ১৮০টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন হাজার ৯২ হাজার ২২২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২১ ভোট।
তৃতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩১১ ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি (রনি সরকার) হাতি প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৪৯ ভোট।
নগরীর বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ঘোষণা হচ্ছে।
তবে সব মিলিয়ে এই নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, “আমরা অত্যন্ত সন্তুষ্ট। জনগণ ও ভোটাররা সন্তুষ্ট। প্রার্থীরা সন্তুষ্ট। আপনাদের প্রতিনিধিরা (সাংবাদিক) সন্তুষ্ট। গণমাধ্যমেই তারা এ প্রতিক্রিয়া দিয়েছেন।”
পিএনএস/শাওন
গাজীপুর ভোট: জায়েদা-আজমত হাড্ডাহাড্ডি লড়াইয়ে
25-05-2023 11:31PM
