পিএনএস ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় দুইটি ধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন পাচারকারীকে আটক করেছে।
রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত পাচারকারীর নাম মিজানুর রহমান। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় দুইটি ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে। পরে তা বনবিভাগের পটিয়া রেঞ্জে হস্তান্তর করা হয়।
পিএনএস/এমবিবি
চট্টগ্রামে বিলুপ্তপ্রায় ধনেশ উদ্ধার
29-05-2023 06:59PM
