পিএনএস ডেস্ক : স্ত্রীর স্বীকৃতি পেতে নারায়ণগঞ্জ থেকে বরগুনার বেতাগীর মোকামিয়াতে আসেন এক তরুণী। স্বামীর অধিকার নিয়ে চারদিন ধরে 'স্বামীর' বাড়িতে অবস্থান করছেন তিনি।
এদিকে, ওই তরুণী বাড়িতে আসার পূর্বেই বাড়ি থেকে কথিত স্বামী সোলাইমান গা-ঢাকা দিয়েছেন। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
সোলাইমানকে ফোনেও পাচ্ছেন না তার স্বজনরা।
তরুণীর ভাষ্য অনুযায়ী, ছয় মাস পূর্বে তাদের বিয়ে হয়। এরপর সোলাইমান একা বাড়িতে একা চলে আসেন এবং মোবাইলের সিম পরিবর্তন করেন।
এ বিষয়ে তরুণী গণমাধ্যমকর্মীদের বলেন, তার সাথে বেতাগীর মোকামিয়ার সোলাইমানের প্রথমে মোবাইলে পরিচয়, এরপর প্রেম এবং প্রেম থেকে ছয় মাস পূর্বে বিয়ে হয়।
পরে সাংবাদিকরা ছেলের বাড়িতে গিয়ে একই তথ্য পান। তারা জানতে পারেন, সোলাইমানের সাথে ভুক্তভোগী নারায়ণগঞ্জের তরুণীর ফেসবুকে পরিচয়, পরিচয়ের পর প্রেম হয়। আর সেই প্রেম থেকেই বিয়ে।
স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তরুণীকে তার সোলাইমানের বাবা-মায়ের আশ্রয়ে গত সপ্তাহে রবিবার বিকাল থেকে থাকতে দেওয়া হয়।
তবে তারা সোলাইমানের কোনো খোঁজ জানাতে পারেননি।
এ বিষয় সোলাইমানের বাবা মো. ছগির হোসেন বলেন, সোলাইমান গত পাঁচ দিন পূর্বে বাড়ির কারো কাছে কিছু না বলে ঢাকা গিয়ে ফোন করেছে। এরপর তাকে আর ফোনে পাওয়া যায়নি। বর্তমানে তার মোবাইল বন্ধ রয়েছে।
এলাকার একাধিক ব্যক্তি বলেন, বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় গুঞ্জণ রয়েছে, এই সোলাইমানের সাথে আরো একাধিক মেয়ের প্রেম রয়েছে।
যদিও এই বিষয়ে এই মুহূর্তে সে কোথায় আত্মগোপন করেছে, আমাদের কাছে কোনো তথ্য নেই।
এদিকে, ছেলের বাবা নিজের ছেলেকে পাগল বলেও দাবি করছেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এই বিষয় থানা পুলিশকে কেউ অবহিত করেননি। তারপরও পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
পিএনএস/এমএ
স্ত্রীর দাবি নিয়ে ৪ দিন ধরে 'স্বামীর' বাড়িতে তরুণীর অবস্থান
04-06-2023 10:59AM