পিএনএস ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী রাশেদা আক্তার (২২) ও শ্বশুর বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় শাশুড়ি আঙ্কুরী বেগমকেও (৪৫) কুপিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটিয়েছে মেয়ে জামাই সুমন।এরপর থেকেই সে পলাতক রয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বলেন, বাদশা ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাদশার স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
পিএনএস/এএ
রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা, শাশুড়ি আহত
13-09-2023 10:47PM
