পিএনএস ডেস্ক: চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাগেজের ভেতর আট টুকরো করা একটি লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ওসি মুহাম্মদ আফতাব হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে খণ্ডিত লাশভর্তি লাগেজটি উদ্ধার করা হয়। এতে আটটি খণ্ডিত অংশ পাওয়া গেছে। তবে লাগেজের ভেতরে ওই লাশের মাথাসহ কিছু অংশ নেই। ধারণা করছি, অন্য কোথাও হত্যার পর লাশ টুকরো করে এখানে ফেলেছে। লাগেজে লাশের যে অংশগুলো নেই সেগুলা অন্য কোথাও ফেলা হয়েছে।’
ওসি বলেন, ‘থানা পুলিশের পাশাপাশি বিষয়টি নিয়ে সিআইডিসহ আরও বেশ কিছু সংস্থা কাজ করছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের ক্লু-উদঘাটনে সহজ হবে। তবে লাশটি পুরুষের। তার বয়স ৫০ এর মধ্যে হবে।’
পিএনএস/এএ
লাগেজের ভেতর মিললো এক লাশের ৮ টুকরো
22-09-2023 11:58AM
