ফের সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ

  22-09-2023 08:52PM

পিএনএস ডেস্ক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দিনের ব্যবধানে ফের সংঘর্ষে জড়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) উভয়পক্ষ নিজ নিজ হলে অবস্থান করে ইটপাটকেল নিক্ষেপ করছে।

জানা গেছে, সংঘর্ষে লিপ্ত পক্ষ সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এদের মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ও সিক্সটি নাইন চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। এর মধ্যে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

এর আগে গতকাল (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে অন্তত ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূরুল আজিম সিকদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন