‘সাকিবকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করব’

  28-11-2023 09:33AM



পিএনএস ডেস্ক: মাগুরা-১ আসনে মনোনয়ন পাওয়ায় সাকিব আল হাসানকে নিয়ে গত দুদিন ধরে এ নির্বাচনী এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই।

দলীয় ও চায়ের আড্ডায় সাকিবকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে এ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে মনোনয়ন না করায় দলীয় অনেকেই সংক্ষুব্ধ। হঠাৎ প্রার্থী পরিবর্তনে সাধারণ ভোটার থেকে শুরু করে অনেকের কাছেই মিলছে না প্রশ্নের জবাব।

সব ছাপিয়ে অবশেষে এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি মাগুরা-২ আসনের ৪ বারের এমপি প্রয়াত অ্যাডভোকেট আছাদুজ্জামানের ছেলে।

সাকিবের নির্বাচন প্রসঙ্গে সোমবার (২৭ নভেম্বর) সাইফুজ্জামান শিখর গণমাধ্যমকে জানিয়েছেন, দলীয় মনোনয়নের বিষয়ে সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি তাই করব। আমরা মাগুরা-১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ক্রিকেটার সাকিব আল হাসানকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করব।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন