কবর খোঁড়ার সময় মিলল সাদা কাপড়ে মোড়ানো তাবিজ, চাঞ্চল্য

  03-12-2023 03:51PM



পিএনএস ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলায় একটি কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি মাটির পুতুল ও কয়েকটি তাবিজ।

পাঁচগাছী ইউনিয়নের এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এর আগে ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ওই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৩৬ বছর বয়সি এক নারী মারা গেছেন। স্থানীয়রা কবরস্থানে মৃত নারীর কবর খুঁড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ।

স্থানীয় লোকজন বলছেন, কাউকে জাদু করার জন্য হয়তো এসব করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী বলেন, গতকাল আমার এলাকায় এক নারী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কবরস্থানে তারই কবর খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল, অনেক কাগজ ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন