চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  07-12-2023 04:57PM

পিএনএস ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর এলাকায় মাইক্রোবাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক হারেজ আলী (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উজিরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ আলী একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উজিরপুর মাদ্রাসার সামনে দ্রুতগতির একটি মাইক্রোবাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক হারেজ আলী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ভ্যানচালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন