শেরপুর মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা

  07-12-2023 07:46PM

পিএনএস ডেস্ক: শেরপুরে নানা আয়োজনের ঐতিহাসিক ৭ ডিসেম্বর মুক্ত দিবস পালিত হয়েছে। শেরপুর মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের চকবাজারস্থ শহীদ মিনার চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে একাত্তরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরক্তি জেলা প্রশাসক মুখতাদিরুল আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব সংকর কারুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন