পিএনএস ডেস্ক: ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে ছয়জন। নিহতের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে মাহেন্দ্র গাড়িতে আটজন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। ওই সময় ঢাকা থেকে যাত্রীবাহী বাস বেপারী পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র গাড়ির দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় গাড়ির ছয় যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মাহেন্দ্র গাড়ির তিন যাত্রী নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিএনএস/সোহান
ঝালকাঠিতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ৩
07-12-2023 08:30PM