পিএনএস ডেস্ক: গাজীপুরে টিভি দেখাকে কেন্দ্র করে স্ত্রী হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের একদিন পরেই ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
তিনি জানান, গত ৫ ডিসেম্বর টিভি দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। স্ত্রী ঘুমিয়ে গেলে গলায় রশি পেছিয়ে স্ত্রীকে মৃত্যু নিশ্চিত করে সেফটি ট্যাংকের ভেতর ফেলে পালিয়ে যায় স্বামী মিনহাজ। পরে স্থানীয়রা ট্যাংকির ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
এরপর নিহতের বাবা গোলাম রসুল বাদী হয়ে জিএমপি সদর থানার একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্তে নামে। পরে ঢাকার মুগদা এলাকা থেকে স্বামী মো. মিনাজ আলীকে গ্রেপ্তার করে।
এদিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে বলে জানান র্যাব।
পিএনএস/এমএইউ
টিভি দেখা নিয়ে বাক-বিতণ্ডা, স্ত্রী ঘুমিয়ে গেলে স্বামীর কাণ্ড
10-12-2023 03:06PM