উজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

  12-02-2024 06:19PM

পিএনএস ডেস্ক : বরিশালের উজিরপুর উপজেলার যোগীরকান্দাা গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক বখাটে যুবক। এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে উজিরপুর থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা এক প্রবাসীর দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়েকে (৮) গত রবিবার সন্ধ্যায় ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায় বখাটে রাব্বী রাড়ি। শিশুটি ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে অভিযুক্ত রাব্বী পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই উজিরপুর থানায় ধর্ষন চেষ্টার একটি মামলা দায়ের করেন শিশুটির মা। এর আগেও রাব্বী ওই শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তার মা।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, বাদীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। শিশুর জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন