পিএনএস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। এর আগে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ১২৪টি কেন্দ্রে একযোগে চলে ভোট গ্রহণ। ভোট গ্ৰহণের পর থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন প্রিসাইডিং কর্মকর্তারা। পরে লিখিত ফলাফল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হলে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন।
পিএনএস/শাওন
নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
12-02-2024 06:58PM