পিএনএস ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবুল নামে ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার শুকলাল হাট এ দুর্ঘটনা ঘটে। বাবুল (১৮) লক্ষ্মীপুরের চরমনষা এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, চট্টগ্রামমুখি সবজিবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ফাঁড়িতে এনে রাখা হয়েছে।
পিএনএস/ সোহান
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
23-02-2024 04:40PM
