সরাইলে ট্রান্সফরমার থেকে সরঞ্জাম চুরির সময় আটক চার

  24-02-2024 07:06PM

পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রান্সফরমার থেকে সরঞ্জাম চুরির সময় চারজন আটক হয়েছে। শনিবার ভোরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। চোরেরা বিদ্যুতের লাইন থেকে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করে সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছিলো।

আটককৃতরা হলো নিজসরাইল গ্রামের মো. তারেক, ধামাউড়া গ্রামের শিপন মিয়া, অরুয়াইলের মো. হারিছ মিয়া ও নাসিরনগরের চাতলপাড়ের সাদেক মিয়া। আটককৃতরা ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
তাদের কাছ থেকে তামার তার যুক্ত ৫২ কেজি ওজনের তিনটি পিতলের কানেক্টর এলটি, ৩৮ কেজি ওজনের চারটি লোহার অ্যাংগেল, পাইপ, বাঁশের হুক ও স্টিলের রেন্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, উপজেলার গোগদ এলাকায় চুরির সময় স্থানীয় লোকজন চারজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে এসে গ্রেফতার দেখায়। এ ঘটনায় পিডিবি এর স্থানীয় অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/ সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন