পিএনএস ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে রিক্তা বেগম (৩৬) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় ওই শিক্ষিকার স্বামী আহত হয়েছেন। বুধবার সকালে আলমপুর-তারাগঞ্জ সড়কের সর্দারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে জছিদুল ইসলাম চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার স্ত্রী রিক্তা বেগম তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা পরিষদে যাচ্ছিলেন এই দম্পত্তি। সকাল ৯টার দিকে আলমপুর-তারাগঞ্জ সড়কের সর্দারের মোড় এলাকায় পৌঁছালে সেখানে গরুর বাছুরের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুরের দিকে রিক্তা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তারাগঞ্জ থানার ওসি সিদ্দিকুল ইসলাম দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পিএনএস/ সোহান
সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত
28-02-2024 09:17PM