সিলেটে শিলাবৃষ্টির তাণ্ডব, আহত শতাধিক

  01-04-2024 08:14PM

পিএনএস ডেস্ক: সিলেটে কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টি ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সিলেট নগরী ও আশপাশের উপজেলার শতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। এই ঝড়ে টিনের ঘর, গাড়ির গ্লাস ও ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, গতরাতের শিলাবৃষ্টিতে আজ বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ১০৫ জন চিকিৎসা নিয়েছেন। তবে গুরুতর আহত কেউ ছিলেন না। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন