পিএনএস ডেস্ক : কক্সবাজারের রামুতে পাহাড় কেটে মাটি পাচারের সময় ডাম্পট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের ব্যবহৃত ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এই মৃত্যুর ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গভীর রাতে খালি মাটি পাচারে ব্যবহৃত ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে যায়। গাড়ির ভেতর চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান চালক। গাড়িটি তাদের নিজস্ব ছিল না বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পিএনএস/শাওন
পাহাড়ের মাটি পাচারের সময় ডাম্পট্রাক উল্টে চালকের মৃত্যু
02-04-2024 09:49PM
![](/static/image/upload/news/2024/04/02/b389c2c4411d19f77de7d3687bc26295_Untitled%E0%A7%A7%E0%A7%A7%E0%A7%A8%E0%A7%A9.jpg?w=550&h=350)