ময়মনসিংহে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

  23-04-2024 11:33PM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহ নগরীর পচা পুকুরপাড় এলাকার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক দেবাশীষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ট্রেনটি নগরীর পচা পুকুরপাড় এলাকা অতিক্রম করার সময় সেখানে রেলক্রসিং পার হচ্ছিল একটি মিশুক। মিশুকটি পার হওয়ার আগেই ট্রেনের ধাক্কায় ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় এখনও জানা যায় নি।

মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন