পিএনএস ডেস্ক: নরসিংদী রায়পুরা উপজেলায় পাটবোঝাই চলন্ত একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রায়পুরা বাজারের পাশে ব্রিজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানায়, ট্রাকটিতে প্রায় ১০ টন পাটবোঝাই করা হয়েছিল। ট্রাকটি রাতে পান্থশালা থেকে ছেড়ে রায়পুরা বাজার আসলে ওপরে থাকা ঝুলন্ত বিদ্যুতের তার ট্রাকে থাকা পাটের সঙ্গে লেগে যায়। তখন একটি তার থেকে আগুনের উল্কা পাটের ওপরে পরে আগুন লেগে যায়। ট্রাকচালক দ্রুতগতিতে বাজার থেকে বের হয়ে আসেন।
রায়পুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। চলন্ত ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার ছিড়ে এ অগ্নিকাণ্ড ঘটেছিল বলে জানা গেছে।
পিএনএস/এমএইউ
পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন
24-04-2024 11:07AM
![](/static/image/upload/news/2024/04/24/7e32cefea1411974203591863de4f242_11.jpg?w=550&h=350)