পিএনএস ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে ইউনুস আলী (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বোন জামাইয়ের লোকজনের বিরুদ্ধে। এ সময় ওই কৃষককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার ছেলেসহ চারজন।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগামে ধান কাটতে গেলে মাঠের মধ্যে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত ইউনুস আলী আড়পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মুক্তার শেখের মেয়ের সঙ্গে দীর্ঘদিন আগে পারিবারিকভাবে বিয়ে হয় ইউনুস আলীর ছেলের। কিছুদিন যাওয়ার পরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সকালে ইউনুস আলী বেশ কয়েকজন শ্রমিককে নিয়ে ধান কাটতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে একজন নিহত হয়েছেন। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
পিএনএস/শাওন
কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে আহত ছেলে
18-05-2024 07:52PM
