পিএনএস ডেস্ক : টাঙ্গাইলে ৫৩ গ্রাম হেরোইন রাখার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান এই রায় দেন।
দণ্ডিত ওই নারী মির্জাপুর উপজেলার গোড়াই মঈন নগরের রাজু আহমেদের স্ত্রী তাসলিমা আক্তার (৪৪)।
টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান জানান, ২০১৬ সালের ১৫ মার্চ দণ্ডিত তাসলিমাকে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের কাছ থেকে ৫৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। ওইদিনই মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ২০১৭ সালের ২৮ মে আদালতে অভিযোগপত্র জমা দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
পিএনএস/শাওন
টাঙ্গাইলে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন
21-05-2024 12:42AM