উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

  24-05-2024 03:32PM




পিএনএস ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।

এর আগে শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠালতলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বাসিন্দা আমানউল্লাহ বলেন, আগুন এখনো জ্বলছে। এরইমধ্যে অর্ধশত ঘর পুড়ে গেছে।

উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও ছয়টি ইউনিট আসে। এখন মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন