সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ

  30-05-2024 05:27PM

পিএনএস ডেস্ক: নোয়াখালী সোনাইমুড়ী কলেজ গেস্টস্থ আন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে বলৎকারের ঘটনা ঘটেছে। গত ২৩ মে সকালে মাদ্রাসার ভিতরেই এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক নুরুল আফছার ঘটনার পরপরই গা ঢাকা দেন। তবে, ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ রয়েছে, মাদ্রাসার পরিচালক ও প্রতিষ্ঠাতা এবং সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন এ ঘটনায় জড়িত রয়েছেন। ঘটনার পরপরই তিনি অভিযুক্ত শিক্ষক নুরুল আফসারকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দিয়ে দফারফা করার চেষ্টা করেন। যদিও এ বিষয়ে আনোয়ার হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগর চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর মেডিকেল পরিক্ষা করানোর হয়েছে। এ ঘটনায় থানায় ইতোমধ্যেই একটি মামলা করা হয়েছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা করছে পুলিশ। এর আগে গত ১ বছর পূর্বেও একই শিক্ষার্থীকে মাদ্রাসাটির অন্য শিক্ষক বলৎকার করেছেন বলেও অভিযোগ রয়েছে। তখনও ঐ শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেন প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন। তখন তিনিসহ স্থানীয়রা বিষয়টি দফারফা করেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন