পিএনএস ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়িতে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ জব্দসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে পরিবহনের কাজে জড়িত একটি সিএনজিও জব্দ করা হয়েছে। বুধবার (২৯ মে) রাত দেড়টার দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গরমছড়ি সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীছড়ি উপজেলার মগাইছড়ি নতুনপাড়া এলাকার আলম সুমন (৩২) ও একই উপজেলার বাইন্যাছোলা এলাকার সুমন চাকমা (৪৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গরমছড়ি সাইনবোর্ড এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে চোলাইমদ ও সিএনজি জব্দসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার তথ্য নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে এবং সিএনজিটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এসএস
চোলাইমদসহ মানিকছড়িতে গ্রেপ্তার দুই
30-05-2024 06:16PM