পিএনএস ডেস্ক: ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় রেমাল এর ক্ষতিগ্রস্ত বাগানের গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মোহাম্মদ আলী গাজী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার শশীভূষণ থানার চর-কলমী ইউনিয়নের দক্ষিণ চর-মঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী গাজী ওই গ্রামের মৃত মো. মালেক মাঝির ছেলে।
নিহতের স্বজন মোহাম্মদ হোসেন জানান, সকালে তিনি ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া গাছ কাটতে নিজ বসত বাড়ির বাগানে যান। পরে কাটা গাছের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।
এসএস
ভোলার চরফ্যাশনে গাছ কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
30-05-2024 06:33PM