সাদা পোশাকের যত্নে করণীয়

  02-03-2024 07:45PM

পিএনএস ডেস্ক: সাদা পোশাকের আবেদনই আলাদা। আরামদায়ক অনুভূতি আনতে শ্বেত–শুভ্র বসনের তুলনাই হয় না। তীব্র গরমে সাদা পোশাক এনে দেয় স্বস্তি। তবে শ্বেতশুভ্র পোশাকের যত্ন নেওয়া কিছুটা কঠিনই বটে! এ ধরনের পোশাকে খুব সহজেই দাগ লেগে যাওয়ার ঝুঁকি থাকে। দিনের পর দিন সাদা পোশাক পরলে যেমন উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, তেমনি কয়েকদিন ফেলে রাখলেও আবার সাদা জমিনের উপরে হলুদ ভাব লক্ষ করা যায়। বারবার পরিষ্কার করলেও সাদার জৌলুস হারিয়ে যায়। তবে করবেন কী সাদা পোশাক ধবধবে রাখতে? জেনে নিন প্রয়োজনীয় ১০ টিপস।

সাদা পোশাক কখনও রঙিন পোশাকের সঙ্গে ভিজিয়ে রাখবেন না। এতে অন্য পোশাকের রঙ সাদা পোশাকে লেগে যাওয়ার ঝুঁকি থাকে।

সাদা পোশাকে দাগ লাগলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে না ফেলে আগে দাগ উঠিয়ে নিন। এতে দাগ অন্যান্য অংশে ছড়াবে না। দাগযুক্ত স্থানে ডিটারজেন্ট ছড়িয়ে ব্রাশের সাহায্যে ঘষে দাগ দূর করুন।

সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রস ব্যবহার করতে পারেন। কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে দিন। সাদা কাপড় সবসময় ধোবেন সহনীয় তাপমাত্রার গরম পানিতে। এতে ভালোভাবে পরিষ্কার হবে পোশাক।

ভিনেগার মিশ্রিত পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেও সাদা পোশাক উজ্জ্বল হবে।

সাদা পোশাকে নীল ব্যবহারের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। তরল বা গুঁড়া, যে ধরনের নীলই ব্যবহার করুন না কেন, খেয়াল রাখুন তা ভালোভাবে পানিতে মিশেছে কিনা। না হলে সাদা কাপড়ে নীলের ছোপ ছোপ দাগ লেগে যাবে।

রঙিন পোশাক থেকে সাদা পোশাকে ছোপ ছোপ দাগ লেগে গেলে দাগের দুইদিকে লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ঘষে নিন ভালো করে।

সাদা কাপড়ে ঝোলের দাগ লাগলে বেকিং সোডা ও লেবুর রসের সাহায্যে উঠিয়ে নিন। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। কাপড়ের দাগযুক্ত অংশে পেস্টটি লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

সাদা কাপড় সব সময় কড়া রোদে শুকাবেন। এতে কাপড়ের হলদে দাগ দূর হয়।

সাদা কাপড় ইস্ত্রি করার আগে ইস্ত্রি পরিষ্কার আছে কিনা সেটা ভালোভাবে দেখে নিন। ইস্ত্রিতে কোনও ধরনের ময়লা থাকলে সাদা কাপড় নষ্ট হবে। এছাড়া ইস্ত্রি করার সময় উপরে একটা পাতলা পরিষ্কার কাপড় রেখে নেওয়া ভালো। কারণ সরাসরি তীব্র তাপ প্রয়োগ করে ইস্ত্রির করার ফলে সাদা কাপড়ে হলদেটে ভাব দেখা দিতে পারে।

পিএনএস/ সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন