সোমবার ১৫ উপজেলায় ব্যাংক বন্ধ

  05-03-2017 09:36PM

পিএনএস: উপজেলা পরিষদে নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল সোমবার (৬ মার্চ) দেশের ১২টি জেলার ১৫টি উপজেলায় সকল ব্যাংকের শাখা বন্ধ থাকবে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকমূহের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সকল শাখা আগামী ৬ মার্চ সোমবার বন্ধ থাকবে।

উপজেলাগুলো হলো- সিলেটের ওসমানীনগর উপজেলা, খাগড়াছড়ির গুইমারা, সুনামগঞ্জের জগন্নাথপুর, বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লার আদর্শনগর, পাবনার সুজানগর ও ইশ্বরদী, নাটরের বড়াইগ্রাম, কিশোরগঞ্জের হোসেনপুর, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা। এসব এলাকার তফসিলি ব্যাংক সোমবার বন্ধ থাকবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের আরেক সার্কুলারে বলা হয়েছে, সোমবার (৬ মার্চ) পটুয়াখালীর গলাচিপা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন উপলক্ষ্যে উক্ত এলাকায় সকল ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন