রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

  08-06-2019 03:15PM


পিএনএস ডেস্ক: রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম হালিমা বেগম (৬০)। তার বাড়ি মুন্সীগঞ্জে।

তিনি সিলেট থেকে ছেলে ও মেয়ের সঙ্গে ঢাকা হয়ে বাড়ি ফিরছিলেন।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোটাল সিএনজি স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ভোর ৫টার দিকে সিলেটের বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাসের ধাক্কায় হালিমা নিহত হন।

যাত্রাবাড়ী থানার এসআই জহিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “তাদের সাইনবোর্ড এলাকায় নামার কথা ছিল। কিন্তু বাসের মধ্যে ঘুমিয়ে পড়ায় নামতে পারেনি। পরে তারা সিএনজি পাম্পের সামনে নামেন।

“সবাই নামার পর রাস্তা পার হওয়ার সময় একটি বাস হালিমাকে ধাক্কা দেয়। সন্তানদের সামনেই ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন,” যোগ করেন তিনি।

মুন্সীগঞ্জ যেতে বাস বদল করার জন্য তারা সেখানে নেমেছিলেন বলে পুলিশ জানায়।

এসআই জহিরুল বলেন, “ঘটনার পরপরই জনগণের সহায়তায় বাসটি আটক এবং চালককে গ্রেফতার করে পুলিশ।”

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন