‘শিল্পকথা শিল্পীকথা’ গ্রন্থের প্রকাশনা উৎসব

  13-01-2017 08:42PM

পিএনএস : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বাংলাদেশের অন্যতম শিল্পতাত্ত্বিক, আলোচক ও লেখক আবুল মনসুর এর ‘শিল্পকথা শিল্পীকথা’ গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে আজ ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার বিকেল ৪.৩০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা ও প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। ছবি সংযুক্ত।

আজ বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী রফিকুন নবী, চারুকলা অনুষদের ডীন শিল্পী নিসার হোসেন এবং বিশিষ্ট শিল্পসমালোচক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন