উপাচার্য সম্মেলনে তুরস্ক যাচ্ছেন মীজানুর রহমান

  25-07-2017 12:05AM

পিএনএস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপাচার্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন আজ।

জবি উপাচার্য বলেন, তুরস্কের আংকারায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সম্মেলন রয়েছে। সেখানে সভা-সেমিনারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ভিসা প্রসেসিং সহজতর ও ক্রেডিট ট্রান্সফার বিষয়ে আলোচনা সভা রয়েছে।

তিনি বলেন, কিছু সভায় আমাকে সভাপতি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি সেমিনারে প্রধান বক্তাও করা হয়েছে। আগামী ২৯ জুলাই তিনি দেশে ফিরবেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন