জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩১ দিন বন্ধ ঘোষণা

  26-04-2020 06:54PM

পিএনএস ডেস্ক: আগামী ৩০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ৩১ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি অবস্থা বিবেচনা করে সরকারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে ঘোষিত এ ছুটি কমানো অথবা বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য জানান।

রহিমা কানিজ বলেন, ‘গত বছরের ১ জুনে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত ছুটির জন্য আগামী ৫মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৫মে পরবর্তী সময়ে সরকারের নির্দেশনা অনুসারে অফিস সমূহ বন্ধের নির্দেশনা দেওয়া হবে।’

ছুটি চলাকালীন জরুরি পরিসেবা সমূহ যেমন চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধের লক্ষ্যে গত ১৮ মার্চ থেকে জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন