স্টেট ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল কবির

  12-12-2020 12:25PM


পিএনএস ডেস্ক: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল কবিরকে নিয়োগদান করেছেন মহামান্য রাষ্ট্রপতি ও উক্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এর আগে অধ্যাপক আনোয়ারুল কবির একই বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক আনোয়ারুল কবির কমনওয়েলথ স্পিট-স্লাইট বৃত্তির অধীনে যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণা কার্যক্রমের আওতায় ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল 'করপোরেট গভর্ন্যান্স ইন বাংলাদেশ'। তাঁর গবেষণা সন্দর্ভ জার্মানির ভিডিএম পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বিবিএতে অনুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করায় তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৃত্তি লাভ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন