মেসির দেশে বিশ্বকাপ!

  26-10-2016 05:10PM

পিএনএস ডেস্ক : লিও মেসি ও সুয়ারেজ দেশের হয়ে কোনো দিন একসঙ্গে খেলেননি৷ কিন্তু দুই মহাতারকার দেশ একসঙ্গে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায়৷ ২০৩০ বিশ্বকাপ একসঙ্গে আয়োজন করতে চায় দুই মহাতারকার দেশ৷ দুই দেশের রাষ্ট্রপতির মধ্যে একপ্রস্থ কথা হয়ে গেছে৷ বিশ্বকাপ আয়োজন করতে কতখানি উদগ্রীব তাও জানিয়েছেন দুই দেশের রাষ্ট্রপতি৷

আর্জেন্টিনার রাষ্ট্রপতি মাক্রি বলেন, ‘‘আমরা একসঙ্গে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চাই৷ দুই দেশ যদি একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে পারি তাহলে নিশ্চয় সফলভাবে প্রতিযোগিতা আয়োজন করতে পরব৷’’ উরুগুয়ের রাষ্ট্রপতি তাবারেজ বলেন, ‘‘লিও মেসি ও লুই সুয়ারেজের সঙ্গে আমি কথা বলছি এই বিষয়ে ৷ ওদের নিশ্চয় এই প্রস্তাব পছন্দ হবে৷’
বার্সায় একসঙ্গে খেলেন মেসি ও সুয়ারেজ৷ এবার তাদের দেশও একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করবে৷

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন