ষষ্ঠবারের মতো বর্ষসেরা বোল্ট

  04-12-2016 02:29PM

পিএনএস ডেস্ক: রেকর্ড ষষ্ঠবারের মতো আইএএএফ-এর বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতেছেন নয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট। আর ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা হয়েছেন বছরের সেরা মহিলা অ্যাথলেট। মোনাকোতে পরশু রাতে তাদের হাতে পুরস্কার তুলে দেন আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কোয়ে।

২০০৮ সালে প্রথমবার বর্ষসেরা হয়েছিলেন বোল্ট, পরের বছর আবার। মাঝে ২০১০ বিরতি দিয়ে তিনি ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনবার জেতেন এই পুরস্কার। এ বছর জিতলেন রেকর্ড ষষ্ঠবার। আর রিও অলিম্পিকে মেয়েদের ১০ হাজার মিটারে সোনা জেতা ইথিওপিয়ার আলমাজ আয়ানা জেতেন বছরের সেরা মহিলা অ্যাথলেটের পুরস্কার।

উল্লেখ্য, ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর রিওতে ১০০ ও ২০০ মিটার দৌড় ও ৪*১০০ মিটার রিলের সোনা জেতেন বোল্ট।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন